কর্মসূচিতে শিক্ষকরা বলেন, দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ৯৮ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনা নির্ভর। বিভিন্ন স্তরে ৫-৬ হাজারের বেশি স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে।
তারা বলেন, অবিলম্বে এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে তা বন্ধ হয়ে যেতে পারে। ফলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে। তাছাড়া এক দেশে দুই নিয়ম হতে পারে না। কেউ কাজ করে বেতন পাবেন, কেউ বেতন পাবেন না এ নিয়ম কোথাও নেই।
তাই অতিদ্রুত এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জোরালো দাবি জানান শিক্ষকরা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা,জানুয়ারি ১৫, ২০১৭
এমসি/জিপি/জেডএস