ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নন-এমপিও শিক্ষকদের ৮ম দিনের কর্মসূচি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
নন-এমপিও শিক্ষকদের ৮ম দিনের কর্মসূচি চলছে নন-এমপিও শিক্ষকদের ৮ম দিনের কর্মসূচি- ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বেতন ভাতার দাবিতে অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন। রোববার (১৫ জানুয়ারি) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

 

কর্মসূচিতে শিক্ষকরা বলেন, দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ৯৮ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনা নির্ভর। বিভিন্ন স্তরে ৫-৬ হাজারের বেশি স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত।

তারা বলেন, অবিলম্বে এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে তা বন্ধ হয়ে যেতে পারে। ফলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে। তাছাড়া এক দেশে দুই নিয়ম হতে পারে না। কেউ কাজ করে বেতন পাবেন, কেউ বেতন পাবেন না এ নিয়ম কোথাও নেই।

তাই অতিদ্রুত এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জোরালো দাবি জানান শিক্ষকরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা,জানুয়ারি ১৫, ২০১৭
এমসি/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।