রোববার (১৫ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান সোনালী স্বপ্ন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা হতে হবে গ্লোবাল, ক্রিয়েটিভ ও স্ট্যান্ডার্ড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের উপদেষ্টা ইমরুল কায়েস, মৃণাল কান্তি রায় চৌধুরী, অধ্যক্ষ গণেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজুমল ইসলাম।
পরে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ