রোববার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় মহানগরীর শের এ বাংলা রোডের ৫৯নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চিত্তরঞ্জন বাইন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।
চিত্তরঞ্জন গাইনের চাচী শাশুড়ি ঝর্না গোলদার বাংলানিউজকে বলেন, চিত্তরঞ্জনের স্ত্রী লাকী গোলদার তার দুই মেয়ে নিয়ে ছাচিবুনিয়া বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে চিত্তরঞ্জনকে ফোন করলে সে ফোন না ধরায় রোববার সকাল ১১টায় আমাকে ফোন করেন। আমরা গিয়ে দেখি ঘরের দরজা ভেতর থেকে লাগানো। জানালার গ্রিল কাটা। ঘরের খাটে হাত পা বাঁধা অবস্থায় চিত্তরঞ্জন শুয়ে আছে।
তিনি জানান, রাতের কোনো এক সময় ডাকাতরা ডাকাতি করতে ঘরে ঢুকলে চিত্তরঞ্জন তাদের দেখে ফেলায় তাকে হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায়।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস ঘটনাস্থল থেকে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ বেলা ২টায় মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত চিত্তরঞ্জন বাইনের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন বয়েছে। তার হাত-পা বাঁধা ছিলো।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমআরএম/বিএস