ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতিঝিলে থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
মতিঝিলে থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু মতিঝিলে উচ্ছেদ অভিযান

ঢাকা: রাজধানীর মতিঝিলে ফুটপাতে দোকান নিয়ে বসা হকারদের উচ্ছেদে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে এ অভিযান শুরু হয়।

তবে ফুটপাতের রাস্তা হকার মুক্ত করার আগ পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব।


তিনি বাংলানিউজকে বলেন,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরপিতা মেয়র সাঈদ খোকনের নির্দেশ ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। মেয়র ঢাকা দক্ষিণকে যানযটমুক্ত ও ফুটপাতে হকার্স মুক্ত করতে চান। তবে তাদের (হকার্স) জন্য প‍ুনর্বাসন ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন।


তিনি বলেন, হকারদের জন্য পুনর্বাসন ব্যবস্থা করা এটি একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন মেয়র।

তিনি আরো বলেন,  রাজধানীর দক্ষিণ সিটিতে ফুটপাত থেকে হকার মুক্ত করার আগ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ বলেন, আমরা উচ্ছেদ অভিযানে এসে অল্পকিছু সংখ্যক হকার ও ফুটপাতে তাদের চোকি পড়ে থাকতে দেখেছি। তাই আমরা সিটি করপোরেশনের নির্দেশে এগুলোর উপর উচ্ছেদ অভিযান চালাই। চোকিগুলো নষ্ট করে দিচ্ছি যেন তারা আর ফুটপাতে বসতে না পারে।


তিনি আরো বলেন, এ উচ্ছেদ অভিযানে আমাদের মোট ৩টি টিম কাজ করছে।


তবে উচ্ছেদ অভিযানটি মতিঝিল থেকে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংক, ব্যাংক পাড়া, দৈনিক বাংলা, পল্টন পর্যন্ত চলছে।


উল্লেখ্য, এর আগে শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসার যে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন এটা ভিত্তিহীন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭/আপডেট ১৫৫০
ওএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।