তবে পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে এমন সিদ্ধান্ত মানবেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সিটি করপোরেশনের এ সিদ্ধান্তে নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়ও পড়েছেন তারা।
ডিএসসিসি সন্ধ্যা সাড়ে ৬টার পরে কিছু কিছু জায়গায় বসার অনুমতি দিয়েছে। সারাদিন কেনা-বেচা করতে না পারলে সন্ধ্যার পর অল্প সময়ে বিক্রি করে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হকাররা জানান, ১০-১৫ বছর ধরে তারা এ জায়গায় ব্যবসা করছেন। এখন যদি হঠাৎ করে তাদের সন্ধ্যার পর বসতে হয়, তাহলে একবেলার খাবারও জুটবে না।
মো. মামুনের বাড়ি বিক্রমপুরে। গত ১০ বছর ধরে গুলিস্তানের হকার মার্কেটে কাপড়ের ব্যবসা করছেন তিনি। সিটি করপোরেশনের সিদ্ধান্তে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
মামুন বাংলানিউজকে বলেন, ‘আমরা এখন কোথায় যাবো, কি করে খাবো? আমাদের এখন রাস্তায় ভিক্ষা করা ছাড়া কোনো পথ নেই। সিটি করপোরেশন আমাদের এখান থেকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু তারা কি আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? আমরা না খেয়ে থাকলে কি এ দেশের উন্নয়ন হবে?’
গুলিস্তান হকার্স মার্কেটের আরেক ব্যবসায়ী যাত্রাবাড়ীর ইমরান বাংলানিউজকে বলেন, ‘সন্ধ্যা ৬টার পর মানুষ কোনো কিছু কিনতে ফুটপাতে আসবেন না। অন্য কোনো জায়গায় আমাদের ব্যবস্থা না করা হলে আমরা কোনোদিনই এ জায়গা ছাড়বো না’।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদের সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। কিন্তু ফুটপাতে হকারদের বসার কারণে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ফুটপাত ও রাস্তা দখল করে মার্কেট বসায় সব সময়ই যানজট লেগে থাকে গুলিস্তান এলাকায়। ফুটপাত দখল করায় হাঁটা-চলার রাস্তাও বন্ধ হয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন রোববার থেকে অফিস চলাকালে হকার্স মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫,২০১৭
এমএ/আরআর/এএসআর