রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় কীর্তনখোলা নদীর আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের কর্মকর্তা আনিচুর রহমান বাংলানিউজকে জানান, বরিশাল ডিসি ঘাট এলাকার একটি ট্রলার থেকে বস্তাবন্দি অস্থায় কচ্ছপটিকে উদ্ধার করা হয়।
কচ্ছপটি বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে বন বিভাগের বরিশাল রেঞ্জের কর্মকর্তা তাপস কুমার বাংলানিউজকে জানান, কচ্ছপটি স্পিডবোটে করে ভোলায় নেওয়ার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএস/এনটি/টিআই