রোববার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সাংবাদিক মানিক সাহার স্মরণ সভায় সাংবাদিক, রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা এসব কথা বলেন।
মানিক সাহা হত্যাকাণ্ডের ত্রয়োদশ বার্ষিকীতে ‘মানিক সাহা হত্যার বিচারপ্রত্যাশী সংক্ষুব্ধ সাংবাদিক সমাজ’ এ কর্মসূচির আয়োজন করে।
পিটিবিনিউজবিডি.কমের প্রধান সম্পাদক আশীষ কুমার দের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মানবাধিকার আন্দোলনের নেতা খুশী কবির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, চ্যানেল ২৪-এর সম্পাদক (কারেন্ট এ্যাফেয়ার্স) রাহুল রাহা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি শরিফুজ্জামান শরিফ, কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র প্রমুখ।
আলোচনা সভার শুরুতে মানিক সাহার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মানিক সাহা সাম্প্রদায়িকতা, মানবাধিকার লঙ্ঘন ও বুর্জোয়া শাসক শ্রেণির শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকতা করে গেছেন। প্রাণনাশের হুমকি পেয়েও চলার পথ থেকে সরে আসেননি। তার আত্মদান সাংবাদিকতায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
মানিক সাহা হত্যার পরিকল্পনাকারী ও নেপথ্য নায়কদের খুঁজে বের করার দাবি জানান খুশী কবির।
আব্দুল জলিল ভূঁইয়া বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। সরকারের কাছে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করারও দাবি জানান তিনি।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা। তিনি দৈনিক সংবাদ ও নিউ এজের খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিবিসি বাংলার খণ্ডকালীন সংবাদদাতা ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরআর/পিসি/এএসআর