ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘২০৪০ সালের আগেই বাল্যবিয়ে মুক্ত হবে বাংলাদেশ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
‘২০৪০ সালের আগেই বাল্যবিয়ে মুক্ত হবে বাংলাদেশ’

ঢাকা: দেশ থেকে বাল্যবিয়ে চিরতরে মুছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, ২০৪০ সালের আগেই বাংলাদেশ বাল্যবিয়ে মুক্ত হবে। 

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ (সিআইসি-বিডি) আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

৫৬টি বেসরকারি ও মানবাধিকার সংগঠনের সমন্বয়নে গঠিত সিআইসি-বিডি প্ল্যাটফরম-এর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ২০১৬ সালের ৪ থেকে ৮ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ৬৫তম সিডও অধিবেশনে অংশ গ্রহণ করে।

এই প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিনিময়ের জন্যই এ সভা।

মেহের আফরোজ চুমকি বলেন, বাল্যবিয়ে রোধে সরকার আইনগত সংস্কারের পাশাপাশি নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।  
তিনি বলেন, নারীর ক্ষমতায়নে এই সরকার অনেক সাহসী উদ্যোগ নিয়েছে। উন্নত বিশ্বের অনেক দেশ এখনও সর্বোচ্চ নেতৃত্বে নারীকে মেনে নিতে পারছে না। কিন্তু বাংলাদেশ তা সম্ভব করেছে। নারীর নেতৃত্বে বাংলাদেশ এখন  নিম্ন মধ্যম আয়ের দেশ।

নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন মডেল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে যাচ্ছে।  

নারী উন্নয়নে সরকারি কার্যক্রমের অগ্রগতির বর্ণনা তুলে ধরে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের শিকার হলে তাদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় স্মার্টফোনে ব্যবহারযোগ্য মোবাইল অ্যাপস ‘জয়’ তৈরি করা হয়েছে। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশু কিংবা তাদের পরিবার ১০৯২১ এ তাৎক্ষণিকভাবে এসএমএস পাঠাতে পারবেন।
 
বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান এম. ফচ, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন সুসান হান্টার, ইউনিসেফের রিপ্রেজেন্টেটিভ  অ্যাডওয়ার্ড বিজবিডার এবং জাতীয় মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য মো. নজরুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।