ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এ যেন সেলফি মেলা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এ যেন সেলফি মেলা! বাণিজ্যমেলায় সেলফি উৎসব। ছবি; সুমন শেখ

ঢাকা: দিন দিন যে মোবাইল ফোনে সেলফি তোলা জনপ্রিয় হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বিষয়টি আরও বেশি করে নজর কাড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। দেখে যে কারো মনে হতেই পারে এ যেন সেলফি মেলা!

রোববার (১৫ জানুয়ারি)মেলায় সরেজমিন ঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সেলফিতে মজে থাকতে দেখা যায়।

মেলায় এসে স্কুল কলেজ পড়ুয়ারা যেমন সেলফি তুলছেন।

সেলফি তোলায় পিছিয়ে নেই বয়স্করাও।

বাণিজ্যমেলায় সেলফি উৎসবকেউ মেলায় প্রবেশের আগে, কেউ ভেতরে প্রবেশ করেই, কেউ ছোটদের খেলনার কাছে, কেউ আইসক্রিম খেতে খেতে, কেউ সেলফি তুলছেন কোনো প্রিয় জিনিস কেনার সময় প্রিয় মানুষদের সঙ্গে।

বাণিজ্যমেলায় সেলফি উৎসবসেলফি তোলা গ্রুপের মধ্যে একদল তরুণ শিক্ষার্থী মেলায় এসেছেন তিতুমীর কলেজ থেকে। তাদের একজন গণিত বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম।  

বাণিজ্যমেলায় সেলফি উৎসবসেলফি তোলার অনুভূতি প্রসঙ্গ আরিফ বাংলানিউজকে বলেন, বন্ধুরা মিলে মেলায় ঘুরতে এসেছি। আবার কবে সবাই একসঙ্গে আসবো, তার তো কোনো ঠিক নেই। তাই এই সময়টা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই আমরা সবাই একসঙ্গে একই ফ্রেমে নিজেদের বন্দি করছি।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএইচকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।