এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, দুপুরে ফজলে হাওলাদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভায়।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক ফারুক আহম্মেদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে গাড়ি প্রবেশের রাস্তা না থাকায় কাজে কিছুটা দেরি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএস/আরএ