সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নাদিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক শাওন পাল, ছাত্র নেতা সাদ্দাম হোসেন, বিপুল পাল, পিয়াল, শাহনেওয়াজ, কবির খান পাপ্পু, অজয় সাহা, দিলীপ রবি দা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যে এসব বই বাতিল করতে হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করতে হবে। নইলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই