ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালতলীতে বাল্যবিয়েতে সহযোগিতা করায় কনের নানার জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
তালতলীতে বাল্যবিয়েতে সহযোগিতা করায় কনের নানার জেল

বরগুনা: তালতলীতে বাল্যবিয়েতে সহযোগিতা করায় কনের নানা মন্টু প্যাদা নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহম্মেদ এ রায় দেন।

তিনি বাংলানিউজকে জানান, উপজেলার বাদুরগাছা গ্রামের মজিবর ফকিরের মেয়ে সোনিয়াকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে কনের নানা মন্টুকে আটক করা হয়।

পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।



বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।