মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি-২০১৭ উপলক্ষে এসব কর্মসূচি আয়োজিত হয়।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে র্যালিটি খিলগাঁও রেলগেট থেকে শুরু করে খিলগাঁও তালতলা গিয়ে শেষ হয়।
মাদকবিরোধী এ প্রচারণার আয়োজক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হলেও এর প্রচারে ছিল প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, নীড় মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র এবং জয় অব লাইফ।
এ সময় প্রশান্তি মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বলেন, মাদক আমাদের সমাজে ভয়াল রূপ ধারণ করেছে। বর্তমানে যারা মাদকাসক্ত তাদের বেশিরভাগই কিশোর-কিশোরী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদককে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মো. মফিজুল ইসলাম বলেন, প্রতি বছর জানুয়ারি মাসব্যাপী আমাদের মাদকবিরোধী প্রচারণা চলে। শুধু আমরাই নই, আমাদের সঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও প্রচারণায় এগিয়ে এসেছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজেডএস/আরআর/এমজেএফ