এতে রোগীর রোগের ইতিহাস, চিকিৎসক ও ওষুধের একটি ডাটাবেজ তৈরি হয়ে যাবে। একটি পাসওয়ার্ড ও ইউজার আইডি ব্যবহার করে চিকিৎসকরা এ সুবিধা নিতে পারবেন।
রোগীরা অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারবেন কোন ওষুধ কখন খাবেন। চিকিৎসকরা রোগীর রোগ সম্পর্কে অবহিত থাকবেন। এতে রোগীর ও চিকিৎসকের সময় বাঁচবে।
রোগী ও চিকিৎসকদের সেবা দিতে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড (ডিএসএল) যুগপোযোগী এ সফটওয়্যার ও অ্যাপস তৈরি করেছে।
সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের প্রধান রাশেদ করিম বলেন, ই-কিউর প্রেসক্রিপশন ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করে প্রেসক্রিপশন প্রদানে চিকিৎসকদের সহযোগিতা করবে।
চিকিৎসকদের সঠিকভাবে প্রেসক্রিপশন লিখতে ইতোমধ্যে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। ৩০ দিনের মধ্যে এ বিষয়ে সরকারকে একটি সার্কুলার জারিও নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম না থাকায় রোগীরা ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারেন না। অনেক প্রেসক্রিপশনে ওষুধের নাম এমনভাবে লেখা হয় যা পড়া যায় না।
এ সমস্যা সমাধানে উচ্চ আদালত চিকিৎসকদের ব্লক অক্ষরে বা সফটওয়্যার সিস্টেমে প্রেসক্রিপশন প্রিন্ট আউট দিতে নির্দেশ দিয়েছেন।
এরই আলোকে এ সফটওয়্যার ও অ্যাপস তৈরি করা হয়েছে। এর মাধ্যমে চিকিৎসকরা দ্রুত প্রেসক্রিপশন দিতে পারবেন। থাকবে জেনেরিক নামসহ ওষুধের নাম।
এ প্রেসক্রিপশন চাইলে ই-মেইল, ভাইভার, ইমো, ফেসবুক, ম্যাসেঞ্জারে স্থানান্তর করা যাবে। এতে থাকবে রোগী ও চিকিৎসকদের প্রেসক্রিপশন প্রোফাইল।
এতে থাকবে রোগীর মেডিকেল ইতিহাস, চিকিৎসা পরামর্শ, এসএমএস নোটিফিকেশন, নাম ও আইডি দিয়ে অনুসন্ধান, অনলাইনে অ্যাপয়েনমেন্ট, বিল পরিশোধসহ নানা সুবিধা।
তিনি বলেন, বিনামূল্যে চিকিৎসকদের একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। যার মাধ্যমে যেকোনো চিকিৎসক প্রেসক্রিপশন দিতে পারবেন।
ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিন (ফ্যাকাল্টি অব অ্যালাইড হেলথ সায়েন্স) প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তফা বলেন, ওষুধের জেনেরিক নামসহ থাকবে, যাতে রোগী সে অনুযায়ী ওষুধ নিতে পারেন।
ভবিষ্যতে প্রতিটি ওষুধের ইতিহাস থাকবে। অত্যন্ত সহজে, সময় বাঁচিয়ে চিকিৎসকরা প্রেসক্রিপশন দিতে পারবেন। রোগী ও চিকিৎসকদের দূরত্ব কমে যাবে।
সংবাদ সম্মেলনে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের উপদেষ্টা ডা. জহিরুল রশিদ সুমন, ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর এ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরইউ/জেডএস