লিখিত বক্তব্যে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ৩ নভেম্বর হরিণাকুন্ডু উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামের আতিয়ার সর্দার ও তার সহযোগীরা মধু সর্দারের ৪ বছরের ছেলে জুবায়েরকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করে।
এর ২ দিন পর ৬ নভেম্বর ওই গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ নির্দেশ দেওয়ার পর থেকে ওসি মাহাতাব উদ্দিন বাদী মধু সর্দার ও তার পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি ধমকি দেয়। এছাড়া ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেয়।
মধু সর্দারের অভিযোগ, ওসির ছত্রছায়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে থানায় জিডি করতে গেলেও পুলিশ জিডি গ্রহণ করেনি।
এ ব্যাপারে আসামিদের গ্রেফতার ও ওসির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মধু সর্দার। এবং মামলাটি হরিণাকুন্ডু থানার পরিবর্তে অন্য কোন সংস্থার মাধ্যমে তদন্তের দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে মধু সর্দারের স্বজনরা উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে ওসি মাহাতাব উদ্দীন বলেন, মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএ