ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘কোনো অপরাধী বিচারের ঊর্ধ্বে নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
‘কোনো অপরাধী বিচারের ঊর্ধ্বে নয়’ আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন/ছবি- জিএম মুজিবুর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, আমরা এ হত্যার পর থেকেই অপরাধীদের উপযুক্ত বিচারের দাবিতে আন্দোলন করে আসছি। আমরা মামলা পরিচালনা করেছি সঠিক বিচারের প্রত্যাশায়।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বাদী পক্ষের আইনজীবী হিসেবে এ রায়কে অপরাধীদের বিরুদ্ধে করা আন্দোলনসহ মামলার সার্থকতা হিসেবে বিবেচনা করে বাংলানিউজকে এসব কথা বলেন অ্যাড. সাখাওয়াত।

রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, কোনো অপরাধী যদি মনে করেন তিনি আইনের ঊর্ধ্বে, সেটা তার ভুল।

আইন ও বিচার সবার জন্য সমান।

তিনি বলেন, আমি কতটুক সার্থক তা বিবেচনার দায়িত্ব আপনাদের ওপর। এমন হত্যার প্রতিবাদে যদি সামাজিক আন্দোলন গড়ে না তুলতাম তবে মানুষগুলো বিচার চাওয়ার সাহস হয়তো পেত কিন্তু ন্যায়বিচায় ব্যাহতও হতে পারতো।

সাখাওয়াত বলেন, আমি হত্যার শিকার পরিবারগুলোর পাশে থেকে তাদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করেছি মাত্র। আইন তার নিজস্ব গতিতে আসামিদের অপরাধ শনাক্ত করতে পেরে তাদের ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। বাদীরাও এ রায়ে খুশি। রায়ে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে। এখন রায়ের বাস্তবায়নের অপেক্ষা করবো আমরা।

সোমবার সকালে চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত।

প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্তকৃত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলার ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

**‘অপরাধী যতো বড়ই হোক, আইন সবার জন্য সমান’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭

এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।