ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইএসপিআর’র সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আইএসপিআর’র সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের সুপারিশ

ঢাকা: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (১৬ জানুয়ারি) সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ডা. দীপু মনি এবং হোসনে আরা বেগম অংশ নেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সেনা, বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে আইএসপিআর’র এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কমিটি সংস্থাটির কার্যক্রম আধুনিকায়নের জন্য সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে জনবলসহ আন্তঃবাহিনী ডেস্ক নতুনভাবে সংযোজন, প্রয়োজনীয় জনবল সংগঠনিক কাঠামোতে সংযোজন, নিজস্ব ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের সুপারিশ করে।

এছাড়া পরিদপ্তরের হিসাব রক্ষণাবেক্ষণ ও দৈনন্দিন প্রশাসনিক কাজের জন্য হিসাবরক্ষক, ডাক বহনকারী, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশ প্রহরী জরুরি ভিত্তিতে সংযোজন করা, পুরাতন অপ্রচলিত পদসমূহের নাম পরিবর্তন করে ফটোগ্রাফার করা, প্রযুক্তিসম্পন্ন সরঞ্জাম ও যানবাহন বৃদ্ধি করা, দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বার্থে সুসজ্জিত ও আধুনিক সুবিধা সম্বলিত অফিস ভবন নির্মাণ, দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
 
বৈঠকে গুপ্তসংকেত পরিদপ্তরের (সাইফার) আধুনিক মুদ্রণ যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য মুদ্রণ সংশ্লিষ্ট জনবল (অফসেট প্রিন্টিং মেশিন অপারেটর, ড্রাফটসম্যান, প্রুফ রিডার, পোর্টার, কাটিং ও বাইন্ডিং মেশিন অপারেটর এবং ইলেক্ট্রোমেকানিক্যাল মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ইত্যাদি) সাংগঠনিক কাঠামোভুক্ত করার সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।