জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ জানুয়ারি সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও সাবেক চেয়ারম্যান শফি খলিফার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বোমার আঘাতে শফি খলিফার পক্ষের হোসেন খাঁ (৩২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
পরে হোসেন খাঁর ভাই আলমগীর খাঁ বাদী হয়ে চেয়ারম্যান সিরাজ সরদারসহ ৬৫ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।
এদের মধ্যে ওই ৪২ আসামি দুপুরে আদালতে হাজির করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান নজরুল বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এজি/এসআই