ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারী-বৃদ্ধসহ আহত ৪

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারী-বৃদ্ধসহ আহত ৪

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী ও বৃদ্ধসহ চার জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা বড়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লাল চাঁন মাঝি (৮০), শ্যাম চাঁন মাঝি (৭৫), অজিত মাঝি (৩০), সাথী মাঝি (২৫)।

স্থানীয়রা জানান, জমি নিয়ে চন্দ্রখোলা বড়নগর এলাকার লাল চাঁন মাঝি ও ইতি বাড়ৈর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিকেলে লাল চাঁন মাঝি তার জমি থেকে সরিষা কেটে বাড়ি নিয়ে আসছিলেন। এসময় ইতি বাড়ৈ লাল চাঁনের ওপর হামলা চালায়। খবর পেয়ে লাল চাঁন মাঝির ছোট ভাই শ্যাম চাঁন মাঝি, তার ছেলে অজিত মাঝি এবং ছেলের স্ত্রী সাথী মাঝি ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লাল চাঁন মাঝি ও শ্যাম চাঁন মাঝির অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার উপ পরির্দশক (এসআই) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।