বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের চেয়ারম্যান মো. আলমগীর বাংলানিউজকে জানান, পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় চারটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, অভিযানের সময় ইটভাটার চিমনি, কয়েক লাখ কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চুল্লি ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে/এসআই