ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ এর কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ময়মনসিংহে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ এর কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড ডাটা বেইজ প্রকল্পের আওতায় মূল তথ্য সংগ্রহ কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পরীক্ষিত চন্দ্র দেব নাথ।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

পরে ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, জোনাল অপারেশন সুপারভাইজার ও তথ্য গণনাকারী নির্ধারণ জোনাল ম্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। আগামী মার্চের শেষ সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদ, বিশ্বব্যাংক প্রতিনিধি মিস.আনিকা, জেলা শুমারি সমন্বয়কারী সাইদুর রহমান, ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সভাপতি মো. আফাজ উদ্দিন সরকার। এ ছাড়া উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএএএম/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।