ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপি লিটন হত্যা: জামায়াতের ২ কর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমপি লিটন হত্যা: জামায়াতের ২ কর্মী কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক জামায়াতের দুই কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের খামার পাঁচগাছী ও বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ আদর্শপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
 
তারা হলেন-খামার পাঁচগাছী গ্রামের মুনছুর আলীর ছেলে শফিউল ইসলাম (৩৬) ও মনমথ আদর্শপাড়া গ্রামের মৃত ফজলু প্রামাণিকের ছেলে ছামিউল ইসলাম (৩৬)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, ওই দু’জন জামায়াতের সক্রিয় কর্মী। এমপি লিটন হত্যা মামলায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।