ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৫২ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৫২ যাত্রীর জরিমানা

লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৫২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কতৃর্পক্ষ। বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে তাদের জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেসে তার নেতৃত্বে অভিযান চালানো হয়।

ট্রেনটি লালমনিরহাট থেকে বুড়িমারী ও সেখান থেকে ফিরতি পথে অভিযান চালালে ৫২ জন যাত্রীকে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ১০ হাজার ৫২৫ টাকা জরিমানা করা হয়েছে।

আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও বাংলানিউজকে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।