আর বিষয়টিকে ‘ভুলবশত’ আখ্যা দিয়ে ঢাকা জেলা পুলিশের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাংবাদিক নাজমুলকে ভুলবশত আদালতে পাঠানো হয়েছে।
নাজমুল হুদার আইনজীবী আবদুল্লাহ আল মুনসুর রিপন ও তুহিন হাওলাদার জানান, তার বিরুদ্ধে আশুলিয়া থানায় গত বছর দায়ের করা প্যান্ট চুরিসহ ছয়টি মামলা রয়েছে।
কারাগারে বুধবার দুপুরের খাবার খাওয়ার সময় পুলিশ হঠাৎ তড়িঘড়ি করে সাংবাদিক নাজমুলকে ডেকে আদালতে নিয়ে আসে।
এ সময় নাজমুল হুদা আইনজীবীদের কাছে অভিযোগ করে বলেন, কারাগারে থাকা তার জামা, প্যান্ট, কম্বল, জুতাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে গেছে। এছাড়া রিমান্ডে নির্যাতনের কারণে ডান কানে গুরুতর জখম হয়ে যন্ত্রণা করছে।
এদিকে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকদের ওপর হয়রানি-নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জেডএস