ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাত খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
সাত খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়কে বিরল ঘটনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর, মেঘনা ও গোমতি ২য় সেতু নির্মাণ এবং সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করতে এসে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এ ৩টি সেতুতে ব্যবহার করা হচ্ছে।

এ তিনটি সেতু নির্মাণে ব্যয় সাড়ে ৮হাজার কোটি টাকা। এতে জাইকা দিবে সাড়ে ৬ হাজার আর বাংলাদেশ সরকার দিবে ২ হাজার কোটি টাকা।

তিনি বলেন, নির্মাণ কাজের অনেক বাধা ছিল। গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় সাতজন জাপানি নিহত হওয়ার পর কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। কিন্তু সিডিউলে বিলম্ব হয়নি।

‘২০১৮ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতু খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। একই সঙ্গে কাঁচপুর, মেঘনা ও গোমতি ২য় সেতুও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ টার্গেটকে সামনে রেখে আমরা এগিয়েছি। ’
 
তিনি আরো বলেন, দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সঙ্গে ইসি গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ায় তাদের ২য় বার আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপ্রতির এখতিয়ার। তিনি কিভাবে সার্চ কমিটি গঠন করবে। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই।
 
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাইদুল হক, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন ও উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।