ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে জামায়াত নেতাসহ আটক ৪২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
রাজশাহীতে জামায়াত নেতাসহ আটক ৪২

রাজশাহী: রাজশাহীতে পুলিশের অভিযানে মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদকসহ ৪২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) রাতভর এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দাশপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মামুন শাহীনকে (৪৫) আটক করা হয়। শাহীন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। বিকেলে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, পুলিশি অভিযানে মহানগরীর চার থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে আরও ৪১ জনকে আটক করে। এর মধ্যে বোয়ালিয়া থানা ১৬ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ৮ জন, শাহ মখদুম থানা ৫ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করেছে। তাদেরকেও বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।