রোববার (২২ জানুয়ারি) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, স্বাক্ষরকালে ভারতীয় হাইকমিশনার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব উপস্থিত থাকবেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রোববার সকালে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়। এ সময় প্রকল্পের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- রাসিকের ৪ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর বিলকিস বানু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ