ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বাংলাদেশ উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু এর একটি বড় উদাহরণ। দেশের অর্থায়নে এ সেতু তৈরি করতে যাচ্ছে মহাজোট সরকার।

রোববার (২২ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের কালিন্দি গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও মাধ্যমিক পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।

বছরের শুরুতে শিশুদের কাছে ৩৬ কোটি বই বিতরণ করেছে। অতীতে এটা কল্পনাও করা যায়নি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমাদের জানতে হবে। দেশ কি করে স্বাধীন হয়েছে? সঠিক ইতিহাস জানা থাকলেই কেবল এ দেশকে ভালোবাসতে শিখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিন্দি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এম হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।