ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাবিপ্রবি’তে ভর্তি ও চাকরির ক্ষেত্রে কোটা চালুর দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
রাবিপ্রবি’তে ভর্তি ও চাকরির ক্ষেত্রে কোটা চালুর দাবি রাবিপ্রবি’তে ভর্তি ও চাকরির ক্ষেত্রে কোটা চালুর দাবি

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যার আনুপাতিক হারে ভর্তি ও চাকরির ক্ষেত্রে বাঙালি কোটা চালুর দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.সাব্বির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন, সমধিকার আন্দোলনের নেতা অ্যাডভোকেট আবসার আলী, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আব্দুল হামিদ রানা, বাঙালি ছাত্র পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি অনতিবিলম্বে জনসংখ্যার আনুপাতিক হারে ভর্তি ও চাকরির ক্ষেত্রে বাঙালি কোটা চালুর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।