ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অশালীন শব্দ ব্যবহার করায় আ. লীগ এমপিকে সতর্ক করলেন স্পিকার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
অশালীন শব্দ ব্যবহার করায় আ. লীগ এমপিকে সতর্ক করলেন স্পিকার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ফটো)

জাতীয় সংসদ ভবন থেকে: অশালীন ও অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহার করে বক্তব্য দেওয়ায় রংপুর-২ সংসদীয় আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীকে সর্তক করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামীতে বক্তব্যে দেওয়ার সময় কার্যপ্রণালী বিধির ২৭০ বিধি অনুসরণের কথা জানিয়েছেন স্পিকার।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. ইউনূসের বিভিন্ন কার্যক্রমের সমালোচনায় আশালীন ও অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহার করেন।

কুরুচিপূর্ণ ও আপত্তিকর শব্দ হওয়ায় বাংলানিউজ শব্দগুলো ব্যবহার থেকে বিরত থাকছে।

বক্তব্য শেষে সভাপতির আসনে বসা স্পিকার সংসদের দৃষ্টি আকর্ষণ করে আগামীতে ২৭০ বিধি অনুসরণ করে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন।

সংসদীয় ২৭০ (২) বিধিতে বলা হয়েছে, কোনো সদস্য, মন্ত্রী বা সরকারি পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ করা যাবে না। ২৭০ (৬) বিধিতে আক্রমণাত্মক, কটূক্তি বা অশালীন ভাষা ব্যবহার না করার বিধান রয়েছে।

**সংসদেও বসন্তের হাওয়া  

**সরকারের উন্নয়ন দেখে বিএনপি ভীত

** ‘রেলে বাঁশ ব্যবহার বিপজ্জনক নয়’
** বিআরটিসি’র সাড়ে ৫০০ বাস অকেজো
**‘সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ নির্লিপ্ত’
** ‘বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মাসেতু’
** ‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ডাম্পিং-এ ১৩৪১ গাড়ি’

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসএম/এসকে/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।