ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে ২৮০ কেজি গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
টাঙ্গাইলে ২৮০ কেজি গাঁজা উদ্ধার টাঙ্গাইলে ২৮০ কেজি গাঁজা উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেলের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে গাঁজাগুলো উদ্ধার করা হয়। ‌উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা।

দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মাহবুব আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় ওজন স্কেলের সামনে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থামিয়ে চালক, হেলপার ও তাদের সহযোগী পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১২টি বস্তা ভর্তি ২৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এটি আন্তঃজেলা মাদক পাচার চক্রের কাজ বলে জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।