ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
মিঠামইনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে হাদিস উদ্দিন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিঠামইন-ঘাগড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাদিস উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মিঠামইন শহরে যাচ্ছিলেন হাদিস মিয়া। এসময় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।