ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়ায় সংসদীয় কমিটিতে ক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়ায় সংসদীয় কমিটিতে ক্ষোভ

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের কাজ শেষ না হওয়ায় সংসদীয় কমিটিতে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। হত্যাকাণ্ডের ৫ বছর অতিবাহিত হলেও এখনও তার তদন্ত কাজ শেষ হয়নি। প্রতিবছর ১১ ফেব্রুয়ারি আসলে এই নিয়ে আলোচনা হয়, সমাবেশ হয়।

কমিটির সভাপতি টিপু মুন্সি মন্ত্রণালয়কে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড দিবস আসলেই শুধু আলোচনা হয়, আর এই তদন্ত শেষ হয় না। এটি আর কতদিন চলতে পারে।

তাই দ্রুত তদন্ত কাজ শেষ করার জন্য মন্ত্রণালয়কে বলেন সভাপতি। কমিটি সূত্রে এসব কথা জানা যায়।

কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমদু স্বপন বাংলানিউজকে বলেন, ‘কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘটনাটির কোনো সুরাহা এখনও হয়নি। এজন্য কমিটির পক্ষ থেকে মামলাটির দ্রুত সুরাহা করার সুপারিশ করা হয়েছে। ’

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- কমিটির বৈঠকে সংসদে উত্থাপিত ‘ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল- ২০১৭’ নিয়ে আলোচনা হয়। কমিটি বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট উপস্থাপনের জন্য সুপারিশ চুড়ান্ত করা হয়। গত ৯ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সংসদের কমিটির কক্ষে টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুলহক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম অংশ নেন। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র সচিব, পুলিশের ভারপ্রাপ্ত আইজি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।