ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা

বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আফজাল হাওলাদার (৩৫) মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উজিরপুর থানার পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আফজাল ওই গ্রামের মানিক হাওলাদারের ছেলে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, আফজাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।   তিনি নিজ উদ্যোগে উজিরপুর মডেল থানায় হাজির হয়ে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। তাই পুলিশ সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

ওসি আরও জানান, তবে তাকে নজরদারীতে রাখা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে যদি কোন মামলা থাকে সেগুলো আইন অনুযায়ী তাকে সমাধান করতে হবে।

এসময় জেলার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবিরসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।