ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেট্রোরেলের নির্মাণ কাজে দুর্ভোগ রোকেয়া সরণিতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
মেট্রোরেলের নির্মাণ কাজে দুর্ভোগ রোকেয়া সরণিতে মেট্রোরেলের নির্মাণ কাজে দুর্ভোগ রোকেয়া সরণিতে

ঢাকা: উন্নয়নের স্বার্থে দুর্ভোগের সঙ্গে সমঝোতা, কিংবা দুর্ভোগকেই নিয়তি মানতে উন্নয়নের সান্ত্বনা, যে যেভাবেই অভিহিত করুক না কেন একমাত্র ভুক্তভোগীরাই উপলব্ধি করতে পারে এর যাতনা।

দীর্ঘদিন ধরেই উন্নয়নের এই ‘মধুর’ যাতনা ভোগ করে চলেছেন রাজধানীর মিরপুরের রোকেয়া সরণির দুই পাশের বাসিন্দারা

রোকেয়া সরণি। রাজধানীর বৃহত্তম জনবসতিপূর্ণ এলাকা মিরপুরের সঙ্গে রাজধানীর কেন্দ্রস্থলের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি।

মাঝে মাঝে যানবাহনের চাপে মাঝরাতেও স্তব্ধ হয়ে পড়ে এই সড়কের মাথায় অবস্থিত দশ নম্বর গোলচত্বরের মোড়।

সড়কটিতে যানবাহনের যে চাপ, তার অনুপাতে এর প্রশস্ততা এমনিতেই কম। তার উপরে ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে যুক্ত হয়েছে মেট্রোরেলের কাজ।

বর্তমানে সড়কটির দু’পাশে চলছে মেট্রোরেলের কাজ। অনেকদিন অাগেই শুরু হয়েছে ব্যাপক খোঁড়াখুঁড়ি। তবে কবে এই কাজ শেষ হবে তা কেউ জানে না। তাই দুর্ভোগকেই নিয়তি মেনে উন্নয়নের ‘যাতনা’ বয়ে চলেছেন এই এলাকার অধিবাসীরা। যার কিছু চিত্র নিজের ক্যামেরায় তুলে ধরেছেন বাংলানিউজের সিনিয়র ফটো সাংবাদিক জি এম মুজিবুর।
মেট্রোরেলের নির্মাণ কাজে দুর্ভোগ রোকেয়া সরণিতে
রাস্তার খোঁড়াখুঁড়িতে সবচেয়ে দুর্ভোগে ছোট্ট শিশুরা। দুই পাশের গর্তের প্রশস্ততা এত বেশি যে একা একা তা পার হওয়া অসম্ভব তাদের জন্য।
মেট্রোরেলের নির্মাণ কাজে দুর্ভোগ রোকেয়া সরণিতে
শিশুরা তো তবুও অপরের সাহায্য নিয়ে গর্ত পার হতে পারেন নিঃসঙ্কোচে। কিন্তু নারীদের জন্য গর্ত পার হওয়ার যন্ত্রণা যেন আরও বেশি বিব্রতকর।
মেট্রোরেলের নির্মাণ কাজে দুর্ভোগ রোকেয়া সরণিতে
একে যানবাহনের চাপ, তার উপর খোঁড়াখুঁড়ির কারণে সঙ্কুচিত সড়ক। যানজটে প্রায় ‍সারাদিনই স্তব্ধ থাকছে রোকেয়া সরণি।
মেট্রোরেলের নির্মাণ কাজে দুর্ভোগ রোকেয়া সরণিতে
রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন রোকেয়া সরণির দু্ই পাশের গলির বাসিন্দারা। গর্ত পাড়ি দিয়ে যানবাহনসহ চলাফেরা করতে খুবই যন্ত্রণা ভোগ করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।