ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩২, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

ঢাকা: রমজান আলী (৩৫) নামে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত রমজান আলীর বাবা নাম ইয়াদ আলী।

তবে তার বাড়ি কোথায় তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিরত কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আবু হানিফ বাংলানিউজকে জানান, হাজতি রমজান আলী সকাল ৯টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে চিকিৎসার জন্য সকালে ঢামেকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান আবু হানিফ।

এ আগে বেলা ১১টায় দিকে মো. মনির হোসেন (৪২) নাকে এক কয়েদি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজেডএস/জিপি/এমজেএফ

** ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।