ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে কবি জীবানানন্দ মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৩, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বরিশালে কবি জীবানানন্দ মেলার উদ্বোধন

বরিশাল: রুপসী বাংলার কবি জীবানানন্দ দাসের ১১৭তম জন্মদিন উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফেস্টুন উড়িয়ে জীবনানন্দ মেলা-২০১৭’র উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এ মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলির সদস্য সৈয়দ দুলাল, মহিলা পরিষদের বরিশাল জেলার সহ সভাপতি প্রফেসর শাহ শাজেদা, বিএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এসএম কাউয়ুম উদ্দীন আহমেদ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বিএম কলেজের সহকারী অধ্যাপক রনজিৎ মল্লিক, কবি মোশতাক আল-মেহেদি।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- উত্তরণের সভাপতি মো. দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় শংকর দাস, মেলা কমিটির আহ্বায়ক রোকন বেপারি ও সদস্য সচিব মো. শাহেদ।

এরআগে, সকাল ১০টায় বিএম কলেজের মূল ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জীবানানন্দ দাসের প্রতিকৃর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে একটি র‌্যালি বের করা হয়। ৠালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।