ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
লক্ষ্মীপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আসলপাড়া সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুর স্থানীয়রা মেঘনা নদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি গলে যাওয়ায় ওই যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।