ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ার সাবু হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
কুষ্টিয়ার সাবু হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার    

কুষ্টিয়া: কুষ্টিয়ার আলোচিত সাবু ডাক্তার হত্যা মামলার আসামি ফজলুর রহমান ওরফে কসাই ফজলুর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, সকালে চড়াইকোল এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

ওসি আরো জানান, ফজলুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বাড়ি মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে।  

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফজলু মিরপুরের আওয়ামী লীগ নেতা ও আমবাড়িয়ার গ্রাম্য চিকিৎসক সাবু হত্যা মামলার তিন নম্বর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় কসাই ফজলু নামে পরিচিত। চরমপন্থি দলের সদস্য হিসেবে পুলিশের তালিকাভুক্ত এ সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড  চালিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।