ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলেজের লেকচার থিয়েটার হলে এ উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে সভাপতিত্ব করেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক মো. হামজা মাহমুদ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক নূর মোহাম্মদ।

উৎসবে ভাপা পিঠা, পাক্কন পিঠা, নারকেল পুলি ও চিরুনী পিঠাসহ ৭০ প্রকারের পিঠার প্রদর্শন করা হয়। বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ পিঠা উৎসবের আয়োজন করে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।