ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ভোলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৯

ভোলা: ভোলার নয়টি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে- অস্ত্র, জলদস্যু, ডাকাতি, মাদকসহ জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এ নিয়ে বিগত ৪৮ ঘণ্টায় ৯৪ আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতার করতে দু’দিন ধরে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
এরই অংশ হিসেবে ভোলা সদর মডেল থানা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন, দক্ষিণ আইচা, শশীভূষণ ও লালমোহন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ অভিযান চলবে বলেও জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।