ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
টাঙ্গাইলে হাজতির মৃত্যু

টাঙ্গাইল: রাসেল (২৭) নামে টাঙ্গাইল জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রাসেল জেলার মির্জাপুর উপজেলার বাইমহাটি গ্রামের সোনা মিয়ার ছেলে। হত্যা চেষ্টা মামলার আসামি রাসেল ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন।


 
টাঙ্গাইল জেলা কারাগারের জেলার রীতেশ চাকমা বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ডায়বেটিক রাসেলের শ্বাস কষ্ট শুরু হয়। এ অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

টাঙ্গাইল থানার উপপরিদর্শক রিপন চন্দ্র দাস বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম প্রধানের উপস্থিতিতে মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করা হয় এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ