ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস নানকের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস নানকের মোহাম্মদপুরে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে জাহাঙ্গীর কবির নানক। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় চাঁন মিয়া হাউজিং বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টায় আগুনে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করে সাহায্য করার আশ্বাস দেন তিনি।  

একই সঙ্গে পাশের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ের কক্ষ খুলে দেওয়া হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ আপাতত সেখানেই থাকবেন।

মোহাম্মদপুরে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে জাহাঙ্গীর কবির নানকনানক বলেন, কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি তদন্ত করে বের করা হবে। এরপর সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এই বস্তি এলাকা থেকে মাদকসেবীদের উচ্ছেদ করা হবে শিগগিরই।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমএফআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ