ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশাল থেকে অভ্যন্তরীণ ৮ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৩, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বরিশাল থেকে অভ্যন্তরীণ ৮ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল: মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধ ও আটক শ্রমিকদের মুক্তির দাবিতে বরিশাল থেকে অভ্যন্তরীণ আটটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বরগুনা ও পটুয়াখালীর বাস মালিক সমিতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দক্ষিণবঙ্গের আটটি রুটে কোনো বাস চলাচল করছে না।  

এর ফলে বরিশাল-কুয়াকাটা সড়কপথে পটুয়াখালী ও বরগুনা জেলার সঙ্গে সড়ক পথে বাস যোগাযোগ বন্ধ রয়েছে।

দক্ষিণবঙ্গের ওই আটটি রুটে বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রূপাতলীর বাসস্ট্যান্ডের লাইন সম্পাদক মো. সেলিম।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেন শিপন জানান, ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী চৌ-রাস্তায় থ্রি-হুইলারের (মাহেন্দ্র-অটোরিকশা) শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশা শ্রমিকদের হামলায় একজন বাস মালিক ও চার-পাঁচজন শ্রমিক আহত হন। পরে পুলিশ সেখান থেকে ১৭ জন শ্রমিককে আটক ও মামলা দেয়।

এ ঘটনার পর পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতি মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ, আটকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানায়। যেখানে বরিশালের বাস মালিক সমিতিও একাত্মতা প্রকাশ করে।

১৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো সমাধান না হওয়ায় ১৬ ফেব্রুয়ারি থেকে বরিশাল-কুয়াকাটা সড়কে বাস ধর্মঘট চলছে। এতে বরিশাল থেকে আটটি রুটের ২০০ বাস চলাচল বন্ধ রয়েছে।

পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করছে। এতে দুর্ঘটনা বেড়ে চলেছে। আর আমাদের চালকরা মামলার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমএস/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ