দিগন্ত ট্রেডার্সের ম্যানেজার বিপুল সাহাকে ১০ দিনের ও জনতা চানাচুর ফ্যাক্টরির মালিক স্বপন ধরকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল বিন করিম।
অভিযানের সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ আলম।
দিগন্ত ট্রেডার্সে প্রচুর পরিমাণ হাইড্রোজ, ঘণচিনি, স্যাকারিন মিলেছে। যা আমদানিকারকের সীলছাড়া বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৫৩ ধারায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া জনতা চানাচুর ফ্যাক্টরিকে বিএসটিআই অনুমোদন ছাড়াই চানাচুর তৈরি করে একাধিক নামে প্রস্তুত করায় একই আইনের ২০০৯’র ৪৩ ধারায় ১০ হাজার টাকা ও বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫’র ৩০ ধারা মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ফ্যাক্টরির মালিক স্বপন ধরকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, পৃথক অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর মেছুয়া বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ আলম এ জরিমানা আরোপ ও আদায় করেন।
সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, আইনের বিভিন্ন ধারায় রাজীব বেকারিকে ৪০ হাজার টাকা, রূপালি বেকারিকে ৩০ হাজার টাকা, মানিক জিলাপির দোকানকে ২ হাজার টাকা, অনিক জিলাপির দোকানকে ২ হাজার টাকা, নারায়ণ জিলাপির দোকানকে ২ হাজার টাকা এবং প্রিয় ট্রেডার্সকে ১০ হাজার টাকাসহ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএএএম/আইএ