ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যবিপ্রবি'র ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ৬ জনের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
যবিপ্রবি'র ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ৬ জনের দণ্ড যবিপ্রবি'র ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ৬ জনের দণ্ড

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তি পরীক্ষায় কানে ভিভাইস ব্যবহার এবং বাইরে প্রশ্নপত্র পাঠানোর দায়ে এক শিক্ষক, দুই পরীক্ষার্থী এবং বহিরাগত তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে দ্বিতীয় শিফটে যশোর সরকারি এমএম কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ও যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

যশোরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বাংলানিউজকে বলেন,  পরিদর্শনকালে মাশরাফি নামে এক পরীক্ষার্থীর সন্দেহজনক আচরণ দেখে শরীর তল্লাশি করে একটি ইলেক্ট্রনিক্স ডিভাইস এবং কানের ভেতর থেকে ক্ষুদ্রাকার একটি যন্ত্র উদ্ধার করেন।

পরে পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী বাইরে অভিযান চালিয়ে সহযোগী রায়হান সিদ্দিক, মাহবুবুর রহমান ও সাজেদুর রহমানকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরীক্ষার্থী মাশরাফিকে ১৮৬০ সালের প্যানেল কোডের ৮৮ ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং বহিরাগত রায়হান সিদ্দিক, মাহবুবুর রহমান ও সাজেদুর রহমানকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৯ ধারায় দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

এছাড়াও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে মোবাইল ফোনের মাধ্যমে বাইরে প্রশ্নপত্র পাঠানোর প্রস্তুতিকালে ওই কলেজের শিক্ষক আব্দুল কুদ্দুসকে একই ধারায় দুই বছর কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রট আরিফুর রহমান।

অন্যদিকে, যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে কানে ডিভাইস ব্যাবহারের দায়ে সোহান নামে এক পরীক্ষার্থীকে ১৮৬০ সালের প্যানেল কোডের ৮৮ ধারায় ১০ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।