ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা হাবীবুলকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মুক্তিযোদ্ধা হাবীবুলকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব

ঢাকা: বিদেশি এক প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করতে জিজ্ঞাসাবাদের জন্য বীরপ্রতীক হাবীবুল আলমকে নিজ বাসা থেকে ধরে নিয়ে গেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে তাকে রাজধানীর রমনার বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় ক্যামেরুনের নাগরিকদের একটি চক্র।

ঘটনার তদন্তে তিনজন ক্যামেরুন নাগরিককে গ্রেফতার করা হয়।

পরে প্রতারকদের ফোন নাম্বার ট্র্যাক করে হাবীবুলের সঙ্গে কথোপকথনের প্রমাণ পাওয়া যায়। বিষয়টি তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বাসা থেকে নিয়ে আসা হয়।

হাবীবুলের বরাত দিয়ে র‌্যাবের এক কর্মকর্তা জানান, হাবীবুল নিজেও ওই চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছেন বলে র‌্যাবকে জানিয়েছেন। তাই ওই চক্রের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।