বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে তাকে রাজধানীর রমনার বাসা থেকে নিয়ে যাওয়া হয়।
র্যাব সূত্রে জানা গেছে, এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় ক্যামেরুনের নাগরিকদের একটি চক্র।
পরে প্রতারকদের ফোন নাম্বার ট্র্যাক করে হাবীবুলের সঙ্গে কথোপকথনের প্রমাণ পাওয়া যায়। বিষয়টি তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বাসা থেকে নিয়ে আসা হয়।
হাবীবুলের বরাত দিয়ে র্যাবের এক কর্মকর্তা জানান, হাবীবুল নিজেও ওই চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছেন বলে র্যাবকে জানিয়েছেন। তাই ওই চক্রের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
পিএম/আরআর