ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌকা ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
নৌকা ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পাগলা নদীতে নৌকা ডুবে দুই জেএসসি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদনে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজির হোসেন যথাযথভাবে দায়িত্ব পালন করেননি বলে তদন্ত কমিটি মত দিয়েছেন।

এছাড়া উপজেলার থানাকান্দি থেকে কৃষ্ণনগর পর্যন্ত এলাকার তিতাস ও পাগলা নদীপথে কুচুরিপানা, গাছ ও ডালপালা দিয়ে অবৈধভাবে তৈরি করা মাছ ধরার ঘের বা খেউয়ের বিষয়টি উঠে এসেছে। কৃষ্ণনগর এলাকায় পাগলা নদীর ওপর নির্মিত সেতুর নিচে পিলার সংলগ্ন এলাকায় পানির নিচে পুঁতে রাখা গাছের ডাল ও স্টিলের পাইপের বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে উঠে আসা নদীতে থাকা মাছের অবৈধ ঘের বা খেউ প্রসঙ্গে ইতোমধ্যে প্রশাসন মামলা দায়েরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। মাছের ঘের দ্রুত সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নৌপথে যাত্রী বহনকারী নৌকাগুলোর ফিটনেস যাচাই করার জন্য বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে বলা হয়েছে।

১ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর উপজেলার পাগলা নদীতে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের দেড় শতাধিক জেএসসি পরীক্ষার্থী নিয়ে নৌকা ডুবে নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।