ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে মামলা প্রত্যাহারের আশ্বাসে বাণিজ্য সচল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
বেনাপোলে মামলা প্রত্যাহারের আশ্বাসে বাণিজ্য সচল বেনাপোলে মামলা প্রত্যাহারের আশ্বাসে বাণিজ্য সচল

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দের ঘটনায় আটক সিআ্যান্ডএফ কর্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাসে কমবিরতি তুলে নিয়েছেন ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে দু’পক্ষের মধ্যে এক বৈঠকে আলোচনা শেষে চার ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভারতে আটকা পড়া পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করে।

বেনাপোল সিআ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বুধবার (৮ নভেম্বর) রাতে বিজিবির কাছে গোপন খবর আসে বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় (wb-23c- 0373) নম্বর ট্রাকে আমদানি পণ্যের সঙ্গে পাঁচটি আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতে ট্রাক থেকে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া
যায়।  

এ ঘটনায় সনিয়া এন্টারপ্রাইজের বর্ডারম্যান মিকাইলকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ তাকে আটক করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দেয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।