ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
চুনারুঘাটে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে এরশাদ আলী নামে এক ভুয়া ডাক্তারকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী তাকে এ দণ্ডাদেশ দেন। এরশাদ আলী নাটোর জেলার শিংরা এলাকার আইয়ুব আলীর ছেলে।

ইউএনও ফারাবী বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার রানীগাও বাজারের কাউছার আহমদের প্রতিবন্ধী ছেলে মুশফিকুর রহমান হুজাইফার (৪) চিকিৎসা করতে যান এরশাদ আলী। এ সময় তিনি নিজেকে শ্রীমঙ্গল প্রতিবন্ধি সেবা কেন্দ্রের ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসার জন্য নয় হাজার টাকা দাবি করেন। তার আচারণে সন্দেহ হলে স্থানীয়রা এরশাদকে মারধর করে। পরে তাকে ইউএনও কাছে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ছয় মাসের কারদাণ্ডাদেশ দেওয়া হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।